ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। রোববার সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন চলে বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোটগ্রহণ শেষে বিকাল ৫টায় সংবাদ সম্মেলনে হাজির হয়ে সিইসি ভোট পড়ার আনুমানিক শতকরা হার জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ৪০ শতাংশের কাছাকাছি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আওয়াল। তবে প্রকৃত সংখ্যাটি এখনও হিসাব করা হয়নি। এই সংখ্যা কিছুটা হেরফের হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।