দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ৪০ শতাংশের কাছাকাছি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আওয়াল। তবে প্রকৃত সংখ্যাটি এখনও হিসাব করা হয়নি। এই সংখ্যা কিছুটা হেরফের হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
রোববার সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন চলে বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোটগ্রহণ শেষে বিকাল ৫টায় সংবাদ সম্মেলনে হাজির হয়ে সিইসি ভোট পড়ার আনুমানিক শতকরা হার জানান।
হাবিবুল আওয়াল বলেন, ‘একটি বিষয় স্বস্তিদায়ক, সহিংসতায় কোনও মৃত্যু হয়নি। সিল কারচুপির অভিযোগ ছিল। আমাদের কন্ট্রোল রুম আছে। যেকোনো তথ্য টিভি থেকে দেখে আমরা ব্যবস্থা নেয়ার চেষ্টা করেছি। কিছু ভুয়া নিউজ আসছিল। বিভ্রান্তের চেষ্টা চলছিল। ‘আমাদের শঙ্কা ছিল ভোটার উপস্থিতি কম হবে। অগ্নি সংযোগ, ট্রেনে আগুনের মতো ঘটনা, অনেকের মনে শঙ্কা লাগতে পারত। আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট দিয়েছেন। কিছু জায়গায় সিল মারা হয়েছে। ’
‘সকলের সহযোগিতায় কমিশনের পক্ষ থেকে চেষ্টার ত্রুটি হয়নি। বলছি না খুব ভালো হয়েছে। যতটা অবাধ সুস্থ ও সুষ্ঠু রাখা যায় তার চেষ্টা করেছি। আমাদের কমিশনাররা নির্বাচনের আগে সারা দেশ চষে বেড়িয়েছেন। ’
গণমাধ্যমের ভূমিকার জন্য হাবিবুল আওয়াল সবাইকে ধন্যবাদ জানান। একইসঙ্গে বলেন, ‘যেসব টিভি মালিকরা প্রার্থী নন, তারা বস্তুনিষ্ঠ তথ্য দিয়েছে। আস্থার সঙ্গে তাদেরটা গ্রহণ করেছি।
ফল কতক্ষণে আসতে পারে এ প্রসঙ্গে সিইসির ভাষ্য, ‘হাতে গণনা করতে হবে। আশা করি ৪-৫ ঘণ্টা পর ফলাফল আসতে থাকবে।’ সুষ্ ু ভোট অনুষ্ঠানের জন্য সিইসি আইন শৃংখলা বাহিনীসহ ভোট সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।