ইসরাইল-হামাস যুদ্ধ গড়িয়েছে ৯৩তম দিনে। এখন পর্যন্ত ইসরাইলি হামলায় ২২ হাজার ৮৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় ইসরাইলি বিমান হামলায় আরো দুই সাংবাদিক নিহত হয়েছেন। গাজা দখল ও হামাস নির্মূল করতে তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
২০২৪ সাল জুড়েও যুদ্ধ চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলি মন্ত্রী। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়ার জন্য চাপ না দিয়ে গাজার বাইরে ফিলিস্তিনিদের পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন।