দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ভোট হওয়া ২৯৯টি আসনের মধ্যে নির্বাচন কমিশনের ঘোষণা করা ২৯৮টির ফল অনুযায়ী বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের ২২৫ জন, স্বতন্ত্র ৬১ জন, জাতীয় পার্টির ১১ জন এবং কল্যাণ পার্টির একজন। একটি কেন্দ্রের ভোট স্থগিত হওয়ায় ময়মনসিংহ ৩ আসনের ফল ঘোষণা করা হয়নি। প্রার্থীর মৃত্যুর কারণে আগেই স্থগিত হয়ে যায় নওগাঁ-২ আসনের নির্বাচন।
রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। সন্ধ্যার পর বিভিন্ন জেলা থেকে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো ফলাফল নির্বাচন কমিশনে আসতে শুরু করে। পরে ফল ঘোষণায় নির্বাচন কমিশন সচিব জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ২২৫টি আসন পেয়েছেন, জাতীয় পার্টি প্রার্থীরা পেয়েছেন ১১টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬১টি এবং একটি আসনে জয় পেয়েছে কল্যাণ পার্টি।
বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের বেশির ভাগই আওয়ামী লীগ নেতা। এবার নির্বাচনে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে আওয়ামী লীগ নেতাদের কোনো সাংগঠনিক বাধা ছিল না।