আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। সংসদ ভবনের শপথ কক্ষে সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী।
জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে বুধবার সকাল ১০টায় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সঞ্চলনায় নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ অনুষ্ঠান শুরু হয়। নতুন এমপিদের শপথ অনুষ্ঠানের শুরুতে নিজেই নিজের শপথ পাঠ করেন রংপুর-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী।
পরে ডক্টর শিরীন শারমিন এমপি শপথপত্রে সই করেন এবং একাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সদস্যরা শপথপত্রে সই করেন।
এরআগে গতকাল নতুন সংসদ সদস্যদের গেজেট প্রকাশ হয়। গত ৭ জানুয়ারি সারাদেশে একযোগে ২৯৯ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাংলাদেশ আওয়ামী লীগ ২২২টি, জাতীয় পাটি ১১টি, বাংলাদেশ কল্যাণ পাটি ১টি, বাংলাদেশের ওয়ার্কার্স পাটি ১টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ১টি এবং স্বতন্ত্র ৬২টি আসনে জয়লাভ করেছে।