আজ প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভা শপথ নিবেন।

আজ প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভা শপথ নিবেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে যে সরকার গঠন করতে যাচ্ছে তাতে যোগ দেওয়ার ডাক পেয়েছেন নতুন ও পুরনো বেশ কয়েকজন। এদের মধ্যে ২৫ জন পাচ্ছেন মন্ত্রীর দায়িত্ব। এছাড়াও ১১ জন থাকছেন প্রতিমন্ত্রীর দায়িত্বে।

বুধবার ১০ জানুয়ারি তাদের আমন্ত্রণ জানিয়ে টেলিফোন করা হয়। এর আগে আজ বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মন্ত্রী হচ্ছেন
ওবায়দুল কাদের, আ ক ম মোজাম্মেল হক, নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আসাদুজ্জামান খান, ডা. দীপু মনি, মোহাম্মদ তাজুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, ড. হাছান মাহমুদ, মো. আব্দুস শহীদ, সাধন চন্দ্র মজুমদার, র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, মো. আব্দুর রহমান, নারায়ন চন্দ্র চন্দ, আব্দুস সালাম, মুহিবুল হাসান চৌধুরী, ফরহাদ হোসেন, ফরিদুল হক খান, মো. জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান, স্থপতি ইয়াফেস ওসমান এবং সামন্ত লাল সেন।

প্রতিমন্ত্রী হচ্ছেন
বেগম সিমিন হোমেন (রিমি), নসরুল হামিদ, জুনাইদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, মো. মহিববুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, বেগম রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী এবং আহসানুল ইসলাম (টিটু)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.