ঘরের মাঠ অ্যানফিল্ডে প্রথমে পিছিয়ে পড়ে হারের শঙ্কায় পড়েছিল লিভারপুল। পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ফুলহ্যামের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়ে কারাবাও কাপের ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে ইয়ূর্গেন ক্লপের দল।
বুধবার রাতে সেমিফাইনালের প্রথম লেগে ম্যাচের ১৯ মিনিটে আন্দ্রেয়াস পেরেইরার পাসে ডানপায়ের শটে ফুলহ্যামকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উইলিয়ান। বিরতির পর ৬৮ মিনিটে ডারউইন নুনেজের অ্যাসিস্টে ডানপায়ের দূরপাল্লার শটে অলরেডদের সমতায় ফেরান কার্টিস জোনস।
লিভারপুলের জয়সূচক গোলেও ভূমিকা রাখেন নুনেজ। ৭১ মিনিটে তার পাসে বাঁপায়ে বল জালে পাঠান কোডি গ্যাকপো। ফলে প্রথম লেগ জিতে ইংলিশ জায়ান্টরা সুবিধাজনক অবস্থানে থাকল।