বছরের প্রথম ‘ক্ল্যাসিকো’তে রিয়াল মাদ্রিদের দাপট দেখল বার্সা। ভিনিসিয়াস জুনিয়রের অতিমানবীয় নৈপুণ্যে বিধ্বস্ত জাভির দল। প্রথমার্ধে করা ব্রাজিলিয়ানের হ্যাটট্রিকে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে কাতালান দলটি।
সৌদি আরবের রিয়াদে কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে রোববার রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে জাভি হার্নান্দেজের দলের বিপক্ষে ৪-১ গোলের ব্যবধানে জিতেছে কার্লো আনচেলত্তির দল।
স্প্যানিশ সুপার কাপের গত মৌসুমে সৌদি আরবের রিয়াদেই রিয়ালকে ৩-১তে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সা। এবার চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে মধুর প্রতিশোধ নিল মাদ্রিদের দলটি। সঙ্গে কমিয়েছে শিরোপা ব্যবধান। প্রতিযোগিতায় নিজেদের ১৩তম শিরোপা ঘরে তুলল রিয়াল, বার্সার আছে ১৪টি শিরোপা।
ম্যাচের পুরো সময়ে ৪২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য মোট ১৮টি শট নেয় জয়ী লস ব্লাঙ্কোস দল, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, বার্সেলোনার ১২ শটের মধ্যে ৭টি ছিল লক্ষ্যে।
শুরুর সাত মিনিটে এগিয়ে যায় রিয়াল। জুড বেলিংহামের থেকে বল পেয়ে জালে জড়ান ভিনিসিয়াস। মিনিট তিনেক পরে আবারও জাদু দেখান ২৩ বর্ষী ব্রাজিলিয়ান। ব্যবধান বাড়িয়ে নিজের আদর্শ ক্রিস্টিয়ানো রোনালদোর ‘সিউউ’ উদযাপন সেরে নেন ভিনি।
ম্যাচের ১০ মিনিটে ২-০তে পিছিয়ে পড়ে বার্সা রীতিমতো দিশেহারা। আগ্রাসী হয়ে পরপর কয়েকটি আক্রমণে যায় তারা। যদিও কোনটিই গোল এনে দিতে পারেনি। ৩৩ মিনিটে বার্সার হয়ে ব্যবধান কমান রবার্ট লেভান্ডোভস্কি। বক্সের বাইরে থেকে দারুণ এক ভলিতে লক্ষ্যভেদ করে বার্সাকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন পোলিশ স্ট্রাইকার।
বার্সাকে হতাশ করে ৩৯ মিনিটে রিয়ালের হয়ে পেনাল্টি আদায় করে নেন ভিনিসিয়াস। নিজের নেয়া শটে নিখুঁতভাবেই বল জালে জড়ান ব্রাজিলীয়। তাতে প্রথমার্ধেই হ্যাটট্রিকের দেখা পান।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টায় বেশকিছু পরিবর্তন আনেন বার্সা কোচ জাভি। শেষপর্যন্ত তা আর কাজে লাগেনি। উল্টো ৬৪ মিনিটে আরও একটি গোল হজম করেন। আরেক ব্রাজিলীয় রদ্রিগোর গোলে ৪-১এ বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আনচেলত্তির দল।