নির্বাচনের কারণে পিছিয়ে যাওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার এবারের আসর বসছে আগামী ২১শে জানুয়ারি। ওইদিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় এই আয়োজনের উদ্বোধন করবেন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মহাপরিচালক-১ মাহবুবুর রহমান গতকাল এই তথ্য নিশ্চিত করে বলেছেন, মাসব্যাপী এই মেলায় এবার সব মিলিয়ে ৩৩০টি স্টল থাকবে।
মেলার প্রস্তুতি জানিয়ে ইপিবি’র সচিব বিবেক সরকার বলেছেন, আমাদের স্টল বা প্যাভিলিয়ন বরাদ্দ একেবারেই শেষ পর্যায়ে। কোথাও দুই-একটা স্টল থেকে থাকলে সেগুলো হয়তো দুই-একের ভেতরেই বরাদ্দ দেয়া হয়ে যাবে। মাঠ পর্যায়ে কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে আমাদের বঙ্গবন্ধু প্যাভিলিয়নের নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রধান ফটক মানে মূল গেটের কার্যক্রম শুরু করেছে। শিগগিরই শেষ হয়ে যাবে।
ইপিবি বলছে, এবারের বাণিজ্যমেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশ অংশগ্রহণ করবে। পণ্য প্রদর্শনের পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানির বড় বাজার খোঁজার লক্ষ্য রয়েছে।