মানিকগঞ্জের পাটুরিয়ায় পণ্যবাহী ট্রাক নিয়ে ‘রজনীগন্ধা’ ফেরিডুবির ঘটনায় এই পর্যন্ত ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ (১৮ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ৮টায় দ্বিতীয় দিনের উদ্ধার কাজ শুরু হবে। ফেরিতে থাকা ৩৩ জনের মধ্যে এই দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন ফেরির সেকেন্ড ড্রাইভার হুমায়ুন কবির। নদী থেকে ২টি ট্রাক উদ্ধার করা হলেও ৭টি ট্রাকসহ ফেরিটি এখনো উদ্ধার হয়নি। ফেরী ও সবগুলো ট্রাক উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলমান থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ
গতকাল সকাল ৮ টার দিকে ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ায় আসার সময় ৫ নং ঘাটের কাছাকাছি এসে ডুবে যায়।ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর বিআইডব্লিউটিএ’র ও বিআইডব্লিউটিসি জানিয়েছে, তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।