রাজশাহীতে শৈতপ্রবাহ অনুভূত হওয়ায় এবং তাপমাত্রা দশ ডিগ্রির নিচে থাকায় জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। আজ রোববার ও আগামীকাল সোমবার বন্ধ থাকবে বিদ্যালয়সমূহ।
আজ রোববার ১ জানুয়ারি রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, শীতের তীব্রতা আরও বাড়তে পারে।
এদিকে রাজশাহীতে শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী মহানগর ইউনিট ও বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি।