বান্দরবানের ঘুমধুম সীমান্তে বাংলাদেশি নারীসহ ২ জন নিহত হয়েছে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলে । নিহত বাংলাদেশি নারীর নাম হাসিনা বেগম। নিহত অন্যজন রোহিঙ্গা যুবক বলে ধারণা স্থানীয়দের।
সোমবার ৫ ফেব্রুয়ারি বেলা ২টার কিছু পরে এই ঘটনা ঘটে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জলপাইতলীতে। গতকাল রোববার কিছু সময়ের জন্য সীমান্তের ওইপাড়ে গোলাগুলি বন্ধ থাকলেও আজ সোমবার সকাল থেকে ফের গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে।
আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে কোণঠাসা হয়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য এখন পর্যন্ত তুমব্রু সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এরই মধ্যে তাদের নিরস্ত্র করে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
এদের মধ্যে জানি মং ও নিমলাইন নামের দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় আরও ৪ জনকে উখিয়ার একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।