বিশেষ প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে নারী ও তার শিশুকন্যাকে দলবদ্ধ ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।
তিনজনের একটি দল ঘরে ঢুকে ওই নারীকে (৩০) এবং শিশুটিকে (১২) ধর্ষণ করে। যাওয়ার সময় ধর্ষকেরা মা-মেয়ের নাকফুল, কানের দুলসহ নগদ ১৭ হাজার টাকা নিয়ে যায়।
সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার নারীর তিনটি সন্তান রয়েছে। তার কন্যা পঞ্চম শ্রেণিতে পড়ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, দরিদ্র পরিবারটি কয়েক মাস আগে হাতিয়া থেকে এসে গ্রামটিতে নতুন বসতি স্থাপন করে। ওই নারীর স্বামী দিনমজুরের কাজ করেন। দুই দিন আগে তিনি কাজের সন্ধানে এলাকার বাইরে যান। ওই নারী সন্তানদের নিয়ে বাড়িতে ছিলেন।
সূত্রগুলো আরো জানায়, সিঁধ কেটে ধর্ষকদের একজন ভেতরে ঢুকে ঘরের দরজা খুলে তার সহযোগীদের ঘরে ঢোকায়। তাদের দুজন ওই নারীকে এবং অপরজন শিশুটিকে ধর্ষণ করে। যাওয়ার সময় তারা নারীর হাত-পা ও মুখ বেঁধে গয়না ও নগদ টাকা নিয়ে যায়। পরে শিশুদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তার বাঁধন খুলে দেয় ও চরজব্বার থানার পুলিশকে ঘটনা জানায়।
চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নির্যাতনের শিকার নারী ও তার মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ভুক্তভোগীদের বাড়ি পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান শুরু হয়েছে।