মো. আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর: বিষ প্রয়োগে ধানের চারা নষ্ট করার বিষয়ে ফুলবাড়ী থানায় এক মাস আগে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি ক্ষতিগ্রস্ত কৃষক।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার হরগোবিন্দপুর মালঞ্চা গ্রামের কৃষক সোহানুর রহমান বিষ প্রয়োগ করে তার বোরো ধানের চারা নষ্ট করে দেওয়ার অভিযোগ জানান। একমাস পেরিয়ে গেলেও পুলিশ ঘটনাটির তদন্ত করেনি বা কোনো ব্যবস্থা নেয়নি।
প্রায় ১৬ বিঘা জমি চাষের জন্য বীজতলাটিতে লাগানো বোরো ধানের চারা গত ৪ জানুয়ারি রাতে নষ্ট করে দেওয়া হয়। জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটানো হয় বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত কৃষক ।
সোহানুর জানান, জমির মালিকানা নিয়ে তার সঙ্গে তার সৎ ভাই নাহিদ জামান লিমনের অনেক বছর থেকে বিরোধ চলছে। এ নিয়ে দিনাজপুর ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা চলছে। ক’দিন আগে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে লিমন ও তার সহযোগীরা ৪ জানুয়ারি দিবাগত রাতে সোহানের লাগানো ধানের বীজতলায় বিষ ছিটিয়ে দেয় বলে দাবি করেন তিনি। এতে ধানের চারা নষ্ট হয়ে যায়।
সোহান আরো জানান, তার জমিসহ এলাকাবাসীর প্রায় ১৬ বিঘা জমিতে ধান চাষের জন্য বীজতলাটি তৈরি করা হয়। গত ৫ জানুয়ারি তারিখে চারা তুলে জমিতে লাগানোর কথা ছিল। কিন্তু আগের রাতে চারা নষ্ট করে দেওয়া হয়।
পর দিন তিনি ফুলবাড়ী থানায় এ নিয়ে অভিযোগ জানালেও পুলিশ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজার রহমান বলেন, আমি অভিযোগ পেয়েছি। আমার তদন্ত অফিসারকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল কাশেম বলেন, এই বছরে সবচেয়ে বেশি শীত। শীতের কারণে অনেক এলাকায় বোরো চারার ক্ষতি হয়েছে। এমন সময় বোরো চারা গাছের সাথে শত্রুতা না করলেও পারতো।