বিশেষ প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে সিঁধ কেটে ঘরে ঢুকে নারী ও তার শিশুকন্যাকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আবুল খায়ের নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে তাকে জেলা শহর মাইজদী থেকে গ্রেপ্তার করা হয়।
আবুল খায়ের ওরফে মুন্সি মেম্বার (৫০) উপজেলার চর ওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের একটি গ্রামে দলবদ্ধ ধর্ষণের শিকার হন ওই নারী ও তার শিশুকন্যা।
নির্যাতিত নারী (৩০) জানান, সোমবার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে তার বসতঘরের সিঁধ কেটে তাকে এবং তার ১২ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করে তিন ধর্ষক। দুজন তাকে আর অন্যজন তার মেয়েকে ধর্ষণ করে। তার দিনমজুর স্বামী ওই রাতে বাড়িতে ছিলেন না।
ওই নারীর স্বামী জানান, মুন্সী মেম্বার কিছু দিন আগে তার স্ত্রীকে পোড়া মোরগ খাওয়ানোর প্রস্তাব দেয় এবং বিপদ-আপদে পড়লে সহযোগিতার কথা বলেন। কিন্তু তার স্ত্রী ওই প্রস্তাবে রাজি না হওয়ায় মুন্সী মেম্বার তার মুঠোফোন নম্বর সংগ্রহ করে ফোন করে উত্যক্ত করতেন। পরে মোবাইল নম্বর ব্লক করে দিলে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এসব ঘটনার জের ধরে তারা এ ঘটনা ঘটায় বলে দাবি করেন তিনি।
নোয়াখালী জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, মামলার প্রধান আসামি আবুল খায়ের ওরফে মুন্সি মেম্বারকে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাত একজনসহ দুজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে।
ডাক্তারি পরীক্ষার জন্য নারী ও তার মেয়েকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।