প্রতিনিধি, নোয়াখালী: ‘আমিও জিততে চাই’ প্রতিপাদ্য নিয়ে মঞ্চ নাটক, বিতর্ক, কুইজ, ভিডিওবার্তা তৈরির প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী তারুণ্যের মেলা।
মেলায় তরুণদের অংশগ্রহণে উঠে এসেছে নাগরিক ইস্যু নিয়ে তরুণদের ভাবনা, প্রত্যাশা ও সমাধান নিয়ে নানা প্রস্তাব।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা সদরের নাইস গেস্ট হাউজ প্রাঙ্গণে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ)-এর আয়োজনে মঞ্চ নাটকের মধ্য দিয়ে এ মেলার কার্যক্রম শুরু করা হয়।
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের শতাধিক তরুণ মেলায় অংশ নেন। স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কুমিল্লা অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার।
মেলায় তরুণরা কর্মসংস্থান, নিরাপত্তা ও স্বাস্থসেবা প্রাপ্তি-এ তিনটি বিষয়ে গুরুত্ব দিয়ে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। তাদের চাওয়া আরো বেশি প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করা, সহজে ট্রেড লাইসেন্স পাওয়া, ঋণ সহায়তা, স্বাস্থ্যসেবায় সরকারি সুযোগ-সুবিধা ও সেবার মান বাড়ানো। এছাড়া রাস্তাঘাটে চলাচলে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও উঠে আসে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ইউএসএআইডি’র অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই)-এর বাস্তবায়নে স্ট্রেংনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের এ প্রচারাভিযানে ডিআইয়ের জেলা রাজনৈতিক ফেলো মজিবুল হক রনির সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল মমিন বিএসসি, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি জান্নাতুল ফেরদৌস মুক্তা, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান, জেলা মহিলা দলের সভাপতি শাহানাজ পারভীন, জাতীয় পার্টির সদর উপজেলা সাধারণ সম্পাদক লিটনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।