নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে সুবর্ণচরে প্রতিবাদ সমাবেশ

প্রতিনিধি, নোয়াখালী: সুবর্ণচরসহ সারাদেশে ধর্ষণসহ নারী ও শিশুর প্রতি সব ধরনের সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নোয়াখালী নারী অধিকার জোট।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সুবর্ণচরের মুজিব চত্ত্বরে আয়োজিত এ কর্মসূচিতে সুবর্ণচরে নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংস ঘটনার প্রতিবাদ জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে সুবর্ণচরে মানবন্ধন করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সমাবেশে বক্তারা নারী ও শিশুর প্রতি সকল সহিংসতা ও ধর্ষণের ঘটনার নিন্দা জানিয়ে এসব নির্যাতনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা, নিজেরা করি, পার্টিসিপেটরি রিচার্স অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক-প্রান, নোয়াখালী রুরাল ডেভলপমেন্ট সোসাইটি -এনআরডিএসসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা আয়োজনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এতে অংশ নেন। স্থানীয় জনপ্রতিনিধি, মানবাধিকারকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষার্থীরাও সামিল হন এ প্রতিবাদে। তারা এ সময় সেখানে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি লায়লা পারভীন। বক্তব্য রাখেন চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশার, নারী অধিকার জোটের সদস্য সচিব মনোয়ারা আক্তার মিনু, মানবাধিকারকর্মী ও নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য রৌশন আক্তার লাকী, উন্নয়ন সংগঠন নিজেরা করির অঞ্চল সমন্বয়ক পরিতোষ দেবনাথ, সুবর্ণ ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক হানিফ মাহমুদ, নারী অধিকার জোটের সদস্য মারজাহান আক্তার, মেরিনা আক্তারসহ অন্যরা।

বক্তারা বলেন, একের পর এক নারী ও শিশু নির্যাতনের ঘটনায় সুবর্ণচর এখন সারাদেশে আলোচিত এক নাম। কতিপয় দুষ্কৃতিকারীর ঘৃণ্য আচরণের কারণে এই জনপদটি নারী ও শিশুদের কাছে অনিরাপদ হয়ে উঠেছে। স্বামী-সন্তানদের বেঁধে রেখে দলবদ্ধ ধর্ষণের ঘটনার বিচারের রায়ের দিনই আরেকটি দলবদ্ধ ধর্ষণের ঘটনা সারাদেশের মানুষকে স্তম্ভিত করেছে। এই উপজেলার নারী ও শিশুদের সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানা তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.