অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এরইমধ্যে শেষ হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের পরিস্কার পরিচ্ছন্নতার কাজ।
আজ (২০ ফেব্রুয়ারি) মঙ্গলবার রং-তুলির আঁচড়ে শিল্পীরা ফুটিয়ে তুলছেন একুশের আবহ।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে জঙ্গি হামলার সুনির্দিষ্ট হুমকি না থাকলেও, দিবসটি কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
পলাশী মোড় থেকে দোয়েল চত্বর ও বইমেলার পুরো এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ফুলের দোকানগুলোতেও রয়েছে বিশেষ প্রস্তুতি।
চাহিদা অনুযায়ি ফুল সরবরাহে ব্যবস্থা নিয়েছেন দোকান মালিকরা। হরেক রঙের গোলাপ, রজনীগন্ধা, অর্কিড, দোলনচাঁপা, জিনিয়া, ডালিয়া, গাঁদাসহ নানা ধরনের ফুলের সমাহার ঘটিয়েছেন বিক্রেতারা।