মো. আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর: গত এক বছরে বিভিন্ন অভিযানে জব্দ করা বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে দিনাজপুর বিজিবি।
এসব মাদকের মূল্য ৭ কোটি ৫৯ লাখ টাকার বেশি।
১৬ই ডিসেম্বর ২০২২ তারিখ থেকে ৩১শে জানুয়ারি ২০২৪ পর্যন্ত সময়ের মধ্যে এসব মাদক জব্দ করা হয়।
মাদক ধ্বংস করা উপলক্ষে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ফুলবাড়ী বিজিবি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উত্তর ও পশ্চিম রিজিওন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি নিশ্চিত করতে বিজিবি বদ্ধপরিকর। বিজিবি সীমান্ত এলাকায় মাদক নির্মূল অভিযান চালিয়ে যাচ্ছে। মাদক নির্মূলে সকলের সহযোগিতা চান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আজগর, ৪২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. আহসান উল ইসলাম, ২৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এবিএম জাহিদুল করিম, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।