মো. আফজাল হোসেন, দিনাজপুর: জমি নিয়ে বিরোধের জের ধরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খলিলপুর সরদারপাড়া গ্রামের এক কৃষকের দেড় একর জমিতে লাগানো ধানের চারা নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষদল।
জমির কিছু অংশের চারা উপড়ে ফেলে ও আগাছানাশক বিষ ঢেলে কৃষক দেলোয়ার সরদারের ধানক্ষেতটি নষ্ট করে দেওয়া হয়।
একই এলাকার হাইকুল ইসলাম, মিজানুর রহমান, জালাল উদ্দীন, রনি, নুর উদ্দীনসহ কয়েকজন রোববার (৩ মার্চ) গভীর রাতে দলবদ্ধ হয়ে ধানের চারা নষ্ট করে বলে অভিযোগ করেন ওই কৃষক। অভিযুক্তদের সঙ্গে জমিজমা নিয়ে তাদের পরিবারিক বিরোধ রয়েছে।
এর আগে ২৫ জানুয়ারি অভিযুক্তরা তাকে মারপিট করে। এ নিয়ে থানায় একটি মামলা রয়েছে।