যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডেভিসে আগাম অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংগঠন হিউম্যানিটি বিয়ন্ড ব্যারিয়ার্স (এইচবিবি) এ আয়োজন করে। এইচবিবি দীর্ঘদিন ধরে বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের সহায়তার জন্য কাজ করছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. শেখ সেলিম এইচবিবির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বর্তমান প্রেক্ষাপটে কীভাবে সংগঠনকে আরো এগিয়ে নেওয়া যায় তার রূপরেখা উপস্থাপন করেন। অনুষ্ঠানে এইচবিবির বাংলাদেশে চলমান ১৪টি প্রকল্পের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।
বাংলাদেশে এইচবিবি’র উল্লেখযোগ্য কর্মকাণ্ডগুলোর মধ্যে রয়েছে: রোবোটিক টেলিমেডিসিন, পথশিশুদের জন্য স্কুল, মুক ও বধির শিশুদের শিক্ষা, স্কুল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে শিক্ষক ও অভিবাবক প্রশিক্ষণ, নারী জাগরণ এবং কর্মসংস্থান।
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী অধিবাসীদের অংশগ্রহণে স্বাধীনতার মাসের আয়োজনে ছিল: স্বাধীনতা মেলা, দেশি খাবারের স্টল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এইচবিবি-র মাধ্যমে বাংলাদেশে দু্স্থ মানুষের সহায়তার জন্য ছিলো “মুক্তহাত” এর আয়োজন। অনুষ্ঠানে সংগৃহীত অর্থের প্রায় ৯০ শতাংশ বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য হ্রাসে ব্যয় করা হবে