বর্ণিল আয়োজনে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনক করেছে এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার (৮ মার্চ) বিকেলে এ আয়োজনের উদ্বোধনপর্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জনাব বাহাউদ্দীন নাছিম এমপি।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আশরাফুল হক সোহেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তৃতা করেন মুহাম্মাদ শহীদুল্লাহ সিদ্দিকী।
সারা দেশ থেকে ১৯৮৬ সালে এসএসসি পাস করা ব্যক্তিদের সংগঠন এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ছিল অভ্যর্থনা, উদ্বোধনপর্ব, বন্ধু পরিচিতি, নারী দিবসের বিশেষ পর্ব নারী মঞ্চ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারি।
রাজধানীসহ সারা দেশ ও দেশের বাইরে থেকে আসা বিপুল সংখ্যক সদস্য উৎসবমুখর এ মিলনমেলায় অংশ নেন।
প্রেস বিজ্ঞপ্তি