অনিয়মের অভিযোগে দিনাজপুরে ৩ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

প্রতিনিধি, ফুলবাড়ী, দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ীতে অনিয়মের অভিযোগে তিনটি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইন্সেস না থাকা এবং অবৈধভাবে কৃষিজমির মাটি ব্যবহারের অভিযোগে এসব ইটভাটাকে জরিমানা করা হয়।

শনিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আমিন ব্রিকসকে ২ লাখ টাকা , রহমান ব্রিকসকে ১ লাখ টাকা ও ইসলাম ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিয়ে জানতে পরিবেশ অধিদপ্তরের পরিচালক রানায়েত আমিন রেজাকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.