আয়ারল্যান্ডের উদ্যোগ, বাণিজ্য ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী সাইমন কভেনি বলেছেন, বাংলাদেশের উন্নয়নে আয়ারল্যান্ড সরকার সহায়তা অব্যাহত রাখবে।
রোববার (১৭ মার্চ) আইরিশ মানবিক সাহায্য সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের ঢাকা কার্যালয় পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
দুদিনের সরকারি সফরে সাইমন কভেনি রোববার বাংলাদেশে পৌঁছান। পরে তিনি ঢাকায় কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের কার্যালয় পরিদর্শন করেন এবং সেখানে এক সভায় যোগ দেন। এ সময় তাঁর সঙ্গে ভারতে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি এবং আইরিশ উদ্যোগ, বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল ডেক্লান হিউজেস উপস্থিত ছিলেন ।
অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ, কোয়ালিশন ফর আরবান পুওর, নারী মৈত্রীসহ কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সাইমন কভেনি জলবায়ু সহনশীলতা এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের বিভিন্ন কর্মসূচির ওপর আলোকপাত করে বলেন, স্বাস্থ্য ও পুষ্টি খাতে সহযোগিতা করতে আয়ারল্যান্ড আগ্রহী। এছাড়া রোহিঙ্গা শরণার্থী সংকটের স্থায়ী সমাধান খুঁজতে বাংলাদেশ সরকারের সঙ্গেও আয়ারল্যান্ড কাজ করতে চায়।
সফরকালে কভেনি সোমবার আনুষ্ঠানিকভাবে ঢাকায় আয়ারল্যান্ডের প্রথম অনারারি কনস্যুলেট উদ্বোধন করবেন।
প্রেস বিজ্ঞপ্তি