মেহেদী হাসান, দুবাই: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিতি ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই ৩০ লাখ শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নীরবতা পালন। এছাড়া জাতীয় পতাকা অর্ধনমিত রাখা , জাতীয় সংগীত পরিবেশন ও শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শুনান কনসুলেটের কর্মকর্তারা।
অনুষ্ঠানে দুবাই কনসুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের সভাপতিত্বে ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম, কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার, বাংলাদেশ বিমানের রিজিওনাল ম্যানেজার শাকিয়া সুলতানা এবং কমিউনিটি নেতাদের মধ্যে ইন্জিনিয়ার আবু হেনা, মাওলানা ফজলুল কবিরসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন