মেহেদী হাসান, সংযুক্ত আরব আমিরাত: বাংলাদেশ বিজনেস ফোরাম সংযুক্ত আরব আমিরাতের আয়োজনে আজমান শহরে প্রবাসী শিশু-কিশোরদের জন্য কোরআন তেলওয়াত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মার্চ) আজমান উম মমেনিন উইমেন এসোসিয়েশনে আয়োজিত এ অনুষ্ঠানে সেরা ২৫ প্রতিযোগীকে পুরস্কার তুলে দেওয়া হয়।
মাহে রমজান উপলক্ষে প্রায় এক মাস ধরে চলা এ অনলাইন প্রতিযোগিতায় সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ৩০০ বাংলাদেশি শিশু-কিশোর অংশ নেয়।
এর মধ্যে ক গ্রুপে ১০ জন ও খ গ্রুপে ১০ জন এবং ৫ জন শিশু হাফেজকে পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরব আমিরাতে বসবাসরত পাঁচ শতাধিক প্রবাসী উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোহাম্মাদ এয়াকুব সৈনিক।
কামাল সুমন ও ইসমাইলের যৌথ সঞ্চালনায় এ আয়োজনে বিশেষ অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন বলেন, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ আগামী দিনে এসব শিশু-কিশোরকে ইসলামিক জীবন গঠনে সহায়তা করবে। তিনি এ ধরনের অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করার জন্য বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানের আরো বক্তব্য রাখেন কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার জাফর চৌধুরী, রাজা মল্লিক, নজরুল ইসলাম, সাংবাদিক শিবলি আল সাদিসহ অন্যরা।