প্রতিনিধি, দুবাই: বাংলাদেশ কনস্যুলেট দুবাই লেডিস গ্রুপের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুবাইয়ের বাংলাদেশ হাউসে প্রায় চার শতাধিক নারী শ্রমিক এতে উপস্থিত ছিলেন।
টানা চতুর্থবারের মতো রমজান উপলক্ষে বিভিন্ন পর্যায়ের নারী শ্রমিকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমধর্মী এ আয়োজন। এ সময় নারী শ্রমিকদের ঈদ উপহার তুলে দেন লেডিস গ্রুপের সভাপতি আবিদা হোসেন। এরপর বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, লেডিস গ্রুপের সভাপতি আবিদা হোসেনসহ কমিউনিটি নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য পেশাজীবীরা উপস্থিত ছিলেন।