প্রতিনিধি, দুবাই: সংযুক্ত আরব আমিরাতে ভিসা জালিয়াতির সঙ্গে জড়িতদের খুজে বের করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
মঙ্গলবার (২ এপ্রিল) বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এ তথ্য জানান তিনি।
কনসাল জেনারেল বলেন, সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন বাংদেশিদের ভিসা জটিলতা চলছে। পুরুষ শ্রমিকের ভিসা বন্ধ থাকলেও দেশটিতে নারী শ্রমিকদের জন্য ভিসা চলমান ছিল, তবে সেটাও বন্ধ হয়ে গেছে। কিছু চক্রের সার্টিফিকেট জালিয়াতি, জেন্ডার পরিবর্তন ও জাতীয়তা পরিবর্তন করার ফলে আমিরাত সরকার বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধের সিদ্ধান্ত নেয়।