আল আবিরে বাজার ধরতে পারছে না বাংলাদেশি শাকসবজি, সংকট সমাধানের আহ্বান

প্রতিনিধি, দুবাই: সম্ভাবনা থাকলেও সংযুক্ত আরব আমিরাতের আল আবিরে বাংলাদেশি  শাকসবজি বাজার ধরতে পারছে না।

বিশ্বের বেশ ক’টি দেশ থেকে সবজি আমদানি হলেও সঠিক পরিকল্পনা আর প্রয়োজনীয় উদ্যোগের অভাবে বাংলাদেশ থেকে পণ্য আমদানি করা যাচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সমস্যার অবসান হলে বাংলাদেশের পণ্য আল আবির সবজি মার্কেটে প্রাধান্য পাবে বলে বলছেন তারা।

বাংলাদেশি পণ্য আমদানি করতে প্যাকেজিং প্রক্রিয়া ও ফ্লাইটে স্পেস সংকট রয়েছে। এছাড়া পরিবহন ব্যয়ও বেশি।

এসব সমস্যার সমাধান করা গেলে পণ্য আমদানিতে ব্যবসায়ীদের আগ্রহ বাড়বে। এতে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে।

ব্যবসায়ী সংগঠন আল আবির বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি জুলফিকার ওসমান জানান, জায়গা সংকটের কারণে মাঝে মাঝে বিমানে সবজি পরিবহন করা যায় না, ফলে পরিবহনের জন্য বিমান বন্দরে আনা সবজি নষ্ট হয়ে যায়। তখন রপ্তানিকারকের আর্থিক ক্ষতি হয়, আমাদেরও আর্থিক ক্ষতি হয়।

সারা বিশ্বের ট্রানজিট খ্যাত দুবাইয়ের আল আবির সবজি মার্কেটে প্রায় ৪০ হাজার বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। সবজি মার্কেট ঘুরে দেখা গেছে, এখানকার কমবেশি ৮০ শতাংশ শ্রমিকই বাংলাদেশি। আবিরে সবজি ব্যবসা করে বাংলাদেশের সিআইপিও হয়েছেন অনেকে। অপরদিকে ব্যবসায়ী নেতাদের দাবি, এশিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে পণ্য আমদানি করে অধিক পরিমাণ মুনাফা অর্জন করছেন তারা। রপ্তানি সমস্যা সমাধানের জন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। এতে বাংলাদেশের পণ্য দুবাইয়ের বাজারে ভালো জায়গা করে নিতে পারবে।

দুবাইয়ের আল আবির এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ সবজি বাজার। বেচাকেনায় ২৪ ঘন্টাই সরগরম থাকছে এ বাজার। প্রতিনিয়ত শত শত কন্টেইনার থেকে পণ্য লোড-আনলোড হচ্ছে খাত্তাল মার্কেট, বল্লম এবং চারটি ব্লকে। পাইকারি মূল্যের এই বাজার থেকে সবজিগুলো ক্রয় করে আমিরাতের বিভিন্ন স্থানে পৌঁছে দিচ্ছেন বিক্রেতারা।

অপরদিকে সবজি মার্কেটে ৪০ বছরের বেশি কাজ করে জীবিকা নির্বাহ করছেন অনেক বাঙালি। প্রত্যেক শ্রমিক দৈনিক ১০০ থেকে ২০০ দিরহাম উপার্জন করছেন এবং বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে স্বনির্ভর করতে ভূমিকা রাখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.