বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিংয়ে প্রবাসী সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: দুবাই কনসাল জেনারেল

প্রতিনিধি, দবাই: দুবাইতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেছেন, বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিংয়ে প্রবাসী সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এটা বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি করছে।

সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির (প্রসাস) উদ্যোগে মুমিন জীবনে মাহে রামজানের গুরুত্ব শীর্ষক  আলোচনাসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রবাসী সাংবাদিক সমিতির  সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান ও সহ-সভাপতি নাসিম উদ্দীন আকাশের যৌথ সঞ্চালনায় এ আয়োজনটি  দুবাইস্থ ফনিক্স হোটেল মিলনায়াতনে  অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন দুবাইতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার, প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমান, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল সিআইপি, বাংলাদেশ সমিতি দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইয়াকুব সৈনিক, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী মোহাম্মদ আলী, বাংলাদেশ সমিতি সারজার সহ-সভাপতি শাখাওয়াত হোসেন, নেফ্লেক্স গ্রুপের চেয়ারম্যান সিআইপি এ কে আজাদ, সারজা বাংলাদেশ সমিতির সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন, ইউএই আওয়ামী লীগের উপদেষ্টা প্রকৌশলী আবু হেনা চৌধুরী, মিরসরাই সমিতির সাবেক সভাপতি  মোজাহের উল্লাহ মিয়া, প্রসাসের সাবেক সভাপতি মো. নুরুল আফসার তৈয়বী, প্রেস ক্লাবের সভাপতি শিবলী আল  সাদিক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো: সিরাজুল হকসহ অন্যরা।

বক্তব্য রাখেন চ্যানেল আই আরব আমিরাত প্রতিনিধি মেহেদী হাসান, জাহাঙ্গীর কবির  বাপ্পি, আরটিভি প্রতিনিধি মো. শাফায়েত, সাংবাদিক ওবায়দুল হক মানিক, মোহাম্মদ সেলিম, মাহবুব সরকার,  ব্যবসায়ী ফজলুল হক, কলম একাডেমীর শাহেদ সরোয়ার, এইচএম শওকত আলী মোল্লা, অধ্যক্ষ মোহাম্মদ রবিউল আলম, গোলাম সারোয়ার, সৈয়দ খোরশেদ  আলম, খলিলুর রহমান খলু প্রমুখ।

ইফতারের আগে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা এবং দেশ ও জাতির সুখ-শান্তি কামনা করে মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নূরে বাংলা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.