ছায়েদ আহমেদ, হাতিয়া (নোয়াখালী): নোয়াখালীর হাতিয়া উপজেলায় ১৬ জন জেলে বিকল্প কর্মসংস্থানের জন্য বকনা বাছুর পেয়েছেন।
রোববার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুবিধাভোগী এসব জেলেদের মাঝে বাছুর বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমা।
হরণী ও চানন্দী ইউনিয়নের নিবন্ধিত জেলেরা এসব বাছুর পান। উপজেলা মৎস্য অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, ফিশারিজ কর্মকর্তা আশারুল ইসলামসহ অন্যরা।
এর আগে সোনাদিয়া, বুড়িরচর, চরঈশ্বর ও চরকিং ইউনিয়নের জেলেদের মাঝে বাছুর বিতরণ করা হয়। পরবর্তী ধাপে অন্যান্য ইউনিয়নের সুবিধাভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের জন্য এসব বিতরণ করা হবে বলে জানায় হাতিয়া উপজেলা মৎস্য অফিস।