প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জে খোয়াই নদীতে ডুবে দুই ভাই মারা গেছে। মৃত শিশুদের নাম জুনাইদ মিয়া (৮) ও মোশাহিদ মিয়া (৬)।
শনিবার (২৮ এপ্রিল) বেলা আড়াই টার দিকে দুই ভাই খোয়াই নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। ঘটনার পর পর মোশাহিদ মিয়ার মৃতদেহ উদ্ধার করা হলেও জুনাইদ নিখোঁজ থাকে।
রোববার সকাল সাড়ে ৮ টার দিকে জুনাইদের মৃতদেহ শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর এলাকায় খোয়াই নদীতে ভেসে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা লাশটি উদ্ধার করেন।
হবিগঞ্জ সদর উপজেলার সুকড়ীপাড়া গ্রামের ছালেক মিয়ার স্ত্রী মনোয়ারা সন্তানদের নিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর আশ্রয়ণে বোনের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুরে শিশু দুটি তাদের খালাতো ভাইয়ের সাথে নদীতে গোসল যায়। এরপর খালাতো ভাই বাড়িতে এসে জানায় যে জুনাইদ ও মোশাহিদ নদীতে ডুবে গেছে।
খোঁজাখুঁজির পর মোশাহিদ মিয়ার মৃতদেহ ওইদিন উদ্ধার করা হলেও নিখোঁজ ছিল জুনাইদ। রোববার সকালে তার মৃতদেহ পাওয়া যায়।
মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম ঘটনার বিষয় নিশ্চিত করে জানান, ঘটনার দিন খবর পেয়ে তিনটি ইউনিট সেখানে ছুটে যায়। কিন্তু ডুবুরি না থাকায় নিখোঁজ জুনাইদের লাশ উদ্ধার করতে পারেননি।