প্রতিনিধি , হাতিয়া, নোয়াখালী: সমুদ্রগামী জেলেদের ৪৫টি দলের মধ্যে অনুমোদিত ফাঁসের জাল বিতরণ করেছে হাতিয়া মৎস্য অফিস।
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এসব দল ৭২ হাজার ফুট জাল পায়। জেলে দলগুলোতে ১৩৫ জন সদস্য রয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা মৎস্য অফিসের সামনে জাল বিতরণ করা হয়। সুবিধাভোগী জেলেদের মধ্যে উপজেলার বুড়িরচর ইউনিয়নের আটটি জেলে-দল, জাহাজমারা ইউনিয়নের ১৬টি দল এবং সোনাদিয়া ইউনিয়নের ২১টি দল রয়েছ।
এসময় হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী এবং ফিশারিজ অফিসার আশারুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে ২০০টি দলকে এ রকম বৈধ জাল দিয়েছে মৎস্য অফিস।