নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে শোভাযাত্রা ও আলোচনাসভা

প্রতিনিধি, নোয়াখালী: নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করেছে নোয়াখালী প্রেসক্লাব।

এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় সাংবাদিক নির্যাতন বন্ধ করা, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা, সাংবাদিক দম্পতি সাগর রুনি ও নোয়াখালীর মুজাক্কির হত্যার বিচার চেয়ে সাংবাদিকরা স্লোগান দেন সাংবাকিরা।

পরে প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রতিপাদ্য “ধরিত্রীর জন্য সংবাদমাধ্যম: পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সহ সভাপতি মাসুদ পারভেজ, সহ-সভাপতি শাহ এমরান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক এ আর আজাদ সোহেল, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, দৈনিক সমকাল ও ডেইলি স্টারের জেলা প্রতিনিধি আনোযারুল হায়দার, দৈনিক চলতিধারা সম্পাদক এমবি আলম, দৈনিক আমার সময়ের জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ স্বাধীন, হাতিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন, কবিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূর আলম বিপ্লব, সহ সভাপতি রেজাউল করিম, বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি রোমানা ইসলাম ও ডেইলি অবজারভারের সুবর্ণচর প্রতিনিধি ইমাম উদ্দিন সুমন।

বক্তাগণ বলেন, আমাদের পৃথিবী মানবীয় কর্মকাণ্ড ও পরিবেশগত অন্যান্য পরিবর্তনের কারণে ক্রমাগত মানুষসহ অন্যান্য জীবের বসবাসের অনুপোযোগী হয়ে পড়ছে। তাই ধরিত্রীকে রক্ষা এবং পরিবেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড রোধ করতে গণমাধ্যমকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। এজন্য পরিবেশের ক্ষতি করে এবং জলবায়ু পরিবর্তনসহ সব ধরনের দূষণ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর বিষয়গুলো সাংবাদিকরা গণমাধ্যমে তুলে ধরে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি নীতি নির্ধারণী মহলের দৃষ্টিতে আনার জন্যে কাজ করবে।

আলোচনা সভায় পেশাগত দায়িত্ব পালনকালে নিহত সাংবাদিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মামলা, হামলাসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের প্রতি সমবেদনা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.