হাতিয়া (নোয়াখালী)। বুধবার হাতিয়া উপজেলা পরিষদ কনফারেন্স রুমে মাসিক সমন্বয় সভা ও আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শুরুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আশিক আলীর সভাপতিত্বে মাসিক সমন্বয় সভা ও পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমা’র সভাপতিত্বে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নোয়াখালী-৬ হাতিয়া আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী। এছাড়াও হাতিয়া দ্বীপ সরকারি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) গৌরাঙ্গ লাল সরকার, সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা, হাতিয়া পৌরসভা মেয়র কে এম ওবায়েদ উল্লাহ, বিসিজি হাতিয়া স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আকতার, বিদ্যুৎ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মশিউর রহমান, হাতিয়া থানা তদন্ত ওসি জয়নাল আবেদীন, সমাজসেবা কর্মকর্তা কাজী ইমরান হোসেন, জেলাপরিষদ সদস্য মহিউদ্দিন মহিন, সুখচর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন, জাহাজমারা ইউনিয়নের চেয়ারম্যান এড্ মাছুম বিল্লা ও সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান সহ অন্যান্যরা বক্তব্য দেন।
এদিকে, দেশে সাম্প্রতিক সহিংসতার বিষয় ও শান্তিপূর্ণ হাতিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন সমাজসেবার আওতায় সরকারি বরাদ্দের সুবিধাসমূহ যাতে নৈরাজ্যসৃষ্টিকারীরা না পায় এবং প্রকৃত সুবিধা প্রত্যাশীরা যাতে বঞ্চিত না হয় সেদিকে সংশ্লিষ্টদের সজাগ থাকতে হবে।
এসময় ইউপি চেয়ারম্যানগন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক’রা উপস্থিত ছিলেন।
পরে দুপুর সাড়ে ১২ টার দিকে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ কার্যক্রমও অনুষ্ঠিত হয়।