সাতক্ষীরায় প্রাণসায়ের খাল দখল-দূষণমুক্তকরণ ও খালের পরিবেশ-প্রকৃতি রক্ষায় পরামর্শ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় প্রাণসায়ের খাল দখল-দূষণমুক্তকরণ ও খালের পরিবেশ-প্রকৃতি রক্ষায় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চ এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক অধ্যাপক মোজাম্মেল হোসেন। সভা সঞ্চালনা করেন সদস্য সচিব শরীফুল্লাহ কায়সার সুমন।
সোমবার বিকেল ৫টায় সাতক্ষীরার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রাণসায়ের খালে বিদ্যমান দখল উচ্ছেদে আদালতের নির্দেশনামা পাঠ করেন সংঠনের সদস্য শেখ আফজাল হোসেন।

মামলার বিবাদী ও পরিবেশ অধিদপ্তরের সাতক্ষীরা জেলার সহকারি পরিচালক সরদার শরিফুল ইসলাম পরামর্শ সভার মুল আলোচনা করেন। আলোচনা করেন পরিবেশ বিষয়ক সংগঠন বেলা’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, প্রাণসায়ের খাল নিকটবর্তী অধিবাসী ও সূর্যের আলো পত্রিকার সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী পল্টু, যমুনা বাঁচাও আন্দোলনের আহবায়ক ও দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সহকারী অধ্যাপক মোমেনা খানম, ওসিসি আব্দুল হাই সিদ্দিকী, প্রবীণ শিক্ষক ফজলুল হক, উদীচীর সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, উন্নয়নকর্মী আনজীর হোসেন, রোকনুজ্জামান, নাগরিক নেতা আলী নুর খান বাবুল প্রমুখ।

প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সিনিয়র সাংবাদিক ও নিউ এজ’র প্রতিনিধি রুহুল কুদ্দুস, এখন টিভি’র নিজস্ব প্রতিবেদক আহসানুর রহমান রাজীব, চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক আমিনা বিলকিস ময়না, পত্রদূতের বার্তা সম্পাদক শহীদুল ইসলাম, খোলা কাগজের সাংবাদিক ইব্রাহিম হোসেন, নাগরিক টিভি ও প্রতিদিনের বাংলাদেশের সাংবাদিক কৃষ্ণ ব্যানার্জী, দৈনিক দৃষ্টিপাতের ইমরান হোসেন প্রমুখ।

মামলার বিবাদী ও পরিবেশ অধিদপ্তরের সাতক্ষীরা জেলার সহকারি পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, প্রাণসায়ের খাল সাতক্ষীরার প্রাণ। প্রাণসায়ের খাল খনন নিয়ে নানা অনিয়মের অভিযোগ আছে। অবশ্যই উচিত এবিষয়ে সম্পৃক্তদের অবশ্যই জবাবদিহীতার আওতায় নিয়ে আসা উচিত। প্রাণসায়ের খালের গুরুত্ব অনুধাবন বুঝেই অন্তবর্তী সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা প্রাণসায়ের প্রধান গুরুত্ব বিবেচনা করেই খননের ও রক্ষার নির্দেশনা প্রদান করেন।

সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, জনগন ও রাষ্ট্রের থেকে শক্তিশালী কেউ নেই। কিন্তু কতিপয় দুবৃত্ত প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। পরিবেশবাদী ও প্রশাসনের আহবানকে ব্যঙ্গ করে প্রাণসায়েরে দখল দূষনের রাজত্ব কায়েম করেছে। অবিলম্বে এদের থামাতে হবে। বোঝাতে হবে প্রাণসায়ের না বাঁচলে সাতক্ষীরা শহর বাঁচবে না। শহর জলাবদ্ধতায় প্লাবিত হবে। মানুষ প্রাণীর জীবনধারণ অসম্ভব হয়ে পড়বে। প্রাণসায়ের রক্ষা সাতক্ষীরার সব মানুষের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে।

পরিবেশ বিষয়ক সংগঠন বেলা’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল বলেন, প্রাণসায়েরের গুরুত্ব বিবেচনায় নিয়ে এটি রক্ষার জন্য উচ্চ আদালতে মামলা করেছে, উচ্চ আদালত থেকে প্রাণসায়ের রক্ষায় পরিবেশ রক্ষায় নির্দেশ নামা পেয়েছে। তথ্য সংগ্রহে আরটিআই করেছে। প্রাণসায়েরকে বাঁচাতে অবশ্যই প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চ সফল হবে।

প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চ এর আহবায়ক অধ্যাপক মোজাম্মেল হোসেন বলেন, সাতক্ষীরার নাগরিকরা প্রাণসায়ের রক্ষায় শুধু আন্দোলন করছে তা নয় সচেতনতার কাজও করে যাচ্ছে। সবাই উদ্যোগী হলে প্রাণসায়ের অবশ্যই রক্ষা পাবে।
সভা শেষে অংশগ্রহণকারীরা ইফতারীতে মিলিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.