প্রতিনিধি, সিলেট: নর্থ-ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর সংগীত ক্লাব কসমিক-রে’র একাদশ বর্ষপূর্তিতে “চ্যাপ্টার অব ইউনিয়ন” শিরোনামে এক জমকালো ওপেন কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডা. রণজিত কুমার দে। তিনি বলেন, শিক্ষার্থীদের নেতৃত্ব ও সাংস্কৃতিক দক্ষতা বিকাশে ক্লাব এক্টিভিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কসমিক-রে ব্যান্ডের গৌরবোজ্জ্বল অতীত স্মরণ করে তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার সুযোগ নিশ্চিত করাও একটি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নুর জাহান কাকলি এবং পরিচালক (ফাইন্যান্স) অশোক রঞ্জন চৌধুরী। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন পারভেজ, সামিহা সানজানা, খাদেম মোহাম্মদ আসিফুজ্জামান এবং রাজশ্রী প্রোজ্জ্বল তালুকদার।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনায় বিশেষ ভূমিকা রাখেন কসমিক-রে ক্লাবের উপদেষ্টা সহকারী অধ্যাপক মো. আমির হোসেন। অনুষ্ঠানের শেষ পর্বে তিনি প্রোগ্রামের স্পন্সর প্রতিষ্ঠানসমূহকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
সংগীত পরিবেশনায় অংশগ্রহণ করেন কসমিক-রে ব্যান্ডের বর্তমান ও সাবেক সদস্যরা। কসমিক-রে’র পক্ষ থেকে গান পরিবেশন করেন নয়ন তালুকদার রনি, অনিক সরকার, দীপ সেন, অম্লান চৌধুরী, কৌশিক আচার্যী, পূর্ণিমা, রুদ্র এবং চন্দ্রিমা। কনসার্টে কসমিক-রে’র প্রাক্তন প্রেসিডেন্ট রিয়াজ মোর্শেদ সুরিদ, মাযহার বিন-আযহার ও সবরুল করিম চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া অতিথি পারফর্মার হিসেবে অংশ নেয় ব্যান্ড দল রাই-নেক ও দ্য সেশন প্রজেক্ট।
কনসার্টের কো-স্পনসর ছিল ইছমাইল এন্টারপ্রাইজ। ফুড ও অন্যান্য স্পন্সর হিসেবে ছিল এফসি হাট, চিকেন হাট এবং অ্যাডভার্টাইজ হাইপ।