বাগেরহাট-৩ আসন বিলুপ্তি গভীর ষড়যন্ত্রের অংশ: মোরেলগঞ্জে বিএনপির প্রতিবাদ

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন বিলুপ্তির সিদ্ধান্তকে “গভীর ষড়যন্ত্রের অংশ” আখ্যা দিয়ে মোরেলগঞ্জে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি।

তাদের দাবি, গাজীপুরে একটি নতুন আসন বাড়ানোর নামে বাগেরহাট থেকে একটি আসন কেটে নেওয়া অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত। বক্তারা অনতিবিলম্বে বাগেরহাটের চারটি আসন পূর্বের মতো বহাল রাখার দাবি জানান।

শুক্রবার (১ আগস্ট) বিকেল ৪টার দিকে মোরেলগঞ্জের আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশের কারণে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল। পাশাপাশি পানগুছি নদীতে ফেরি চলাচলও বন্ধ হয়ে যায়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও মোরেলগঞ্জ-শরণখোলা আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।

বক্তৃতা দেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, যুগ্ম-আহ্বায়ক ফকির রাসেল আল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়নের চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম এবং শরণখোলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল।

বক্তারা অভিযোগ করেন, নির্বাচন কমিশন পরিকল্পিতভাবে বাগেরহাটকে রাজনৈতিকভাবে দুর্বল করতে এই আসন পুনর্বিন্যাস করেছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে সড়ক অবরোধ থেকে শুরু করে গোটা বাগেরহাট জেলা অচল করে দেওয়ার মতো আন্দোলনে যেতে বাধ্য হবে বিএনপি।