কীর্তনখোলায় ৬শ’ বস্তা সরকারি গমসহ আটক ৩

বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: বরিশালে ট্রলার ভর্তি ৬শ’ বস্তা সরকারি গমসহ ৩জনকে আটক করেছে নৌ-পুলিশ। রোববার রাত সাড়ে ৯টার দিকে নগরী সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে গমগুলো আটক করা হয়।
আটককৃতরা হলেন, ট্রলারের শ্রমিক ভোলার চরসামেয়া গ্রামের নুরু মুন্সির ছেলে সামস উদ্দিন (৩৫), হারুন মুন্সি (৫০) ও একই এলাকার আব্দুর বারীর ছেলে রবিন হাওলাদার। বরিশাল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম জানান, ট্রলারটি বরিশাল লঞ্চ টার্মিনালের সামনে দিয়ে পোর্ট রোডের দিকে যাচ্ছিলো। এসময় আটক করে তল্লাশি চালালে খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিল দেওয়া ৬শ’ বস্তা চাল পাওয়া যায়। পুলিশ সূত্র জানায়, আটক ট্রলার ভর্তি গমগুলো ভোলা থেকে পোর্ট রোড ব্রিজ সংলগ্ন চিশতি ফ্লাওয়ার মিলের মালিক তোফাজ্জেল মিয়ার কাছে নিয়ে আসা হয়। কোন কাগজপত্রের বলে সরকারি চালগুলো বরিশালে নিয়ে আসা হয়েছে সে রকমের কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি ৩ শ্রমিক। যে ব্যক্তি গমগুলো পাঠিয়েছেন তাকে কাগজপত্র নিয়ে আসার জন্য খবর দেয়া হয়েছে। যাচাই-বাচাই করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এসআই নজরুল ইসলাম।