বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৫ ঘণ্টা সাগরে ভাসার পর ১০ জেলেকে উদ্ধার

মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): হঠাৎ ঝড়ে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরের প্রায় ৪০ কিলোমিটার পূর্বে আটবাম মোহনায় এফবি আক্তার গাজী নামের একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। শনিবার দুপুরে ১০জন জেলেসহ ট্রলারটি ডুবে যায়। প্রায় পাঁচ ঘন্টা পর সাগরে ভাসমান অবস্থায় অন্য ট্রলারের জেলেরা ১০ জেলেকে উদ্ধার করে। ট্রলার ও জাল উদ্ধার করা যায়নি।

উদ্ধার হওয়া জেলেরা হলেন ট্রলার মাঝি দেলোয়ার মাতুব্বর, কামরুল, ফরিদুল মাতুব্বর, বিপ্লব মিয়া, মোতালেব, মোশারেফ, নুরু মিয়া, হারুন মিয়া, সোহেল ও সায়েম হাওলাদার। তাদের কে ওইদিন রাতে মৌডুবির নিচকাটা গ্রামে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ট্রলার মালিক মৌডুবির হাজী আক্তার গাজী জানান, শনিবার সকালে কলাপাড়ার আলীপুর বন্দর থেকে তার দুটি ট্রলার ছেড়ে যায়। দুপুরে সাগরে জাল ফেলার সময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে যায় বলে উদ্ধার হওয়া জেলেরা তাকে জানিয়েছেন। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।