ইসরায়েলের নৌবাহিনী গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানগুলোকে আটকে দিয়েছে।
মানবিক এ অভিযানে ৪৪৩ জন অংশগ্রহণকারীকে আটক করা হয়েছে বলে আয়োজকরা দাবি করেছেন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, আটককৃতদের মধ্যে গ্রেটা থুনবার্গসহ আইনপ্রণেতা ও কর্মীরা রয়েছেন। তাদেরকে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে।
নৌবহরের ট্র্যাকার তথ্য অনুযায়ী, “মিকেনো” নামের একটি নৌযান ইসরায়েলের অবরোধ ভেঙে গাজার জলসীমায় প্রবেশ করেছে। তবে ইসরায়েল এ দাবি প্রত্যাখ্যান করেছে।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “অধিকাংশ জাহাজ আটক করা হয়েছে এবং যাত্রীদের নিরাপদে ইসরায়েলে নিয়ে আসা হচ্ছে। পরে তাদের ইউরোপে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।”
মঙ্গলবার দিবাগত গভীর রাতে ইসরায়েল নৌবাহিনী অবরোধ ভেদ করার চেষ্টা করা জাহাজগুলোকে ঘিরে অভিযান চালায়।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নৌবহরের অন্তত ৪৪টি বেসামরিক নৌযান এবং প্রায় ৫০০ জন অংশগ্রহণকারী ছিল।
একটিমাত্র জাহাজ এখনও অবরোধ সীমায় প্রবেশ করেনি। নৌবাহিনী ঘোষণা দিয়েছে যে ওই জাহাজ যদি সামনে এগোয় তাহলে বাধা দেওয়া হবে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ইসরায়েলি অভিযান “শান্তিপূর্ণ মানবিক মিশন” ব্যাহত করার লক্ষ্যে করা হয়েছে। সংস্থাটি আটককৃতদের অবিলম্বে মুক্তির দাবি করেছে। আরও অনেক দেশ ও নীতি-নির্ধারক ইসরায়েলি বাধার তীব্র নিন্দা জানিয়েছে।