বাংলাদেশ ১৩০/৩ (রুবিয়া ৫৪, বেগ ১-১৪) পাকিস্তান ১২৯ (স্বর্ণা ৩-৫, নাহিদা ২-১৯, মারুফা ২-৩১)। বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
কলম্বো, ২ অক্টোবর ২০২৫: বাংলাদেশ নারী দল আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে সহজে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে। বিশ্বকাপের ইতিহাসে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়, একই প্রতিপক্ষের বিপক্ষে।
কোয়ালিফায়ার থেকে উঠে আসা দুই দল কলম্বোয় মুখোমুখি হয় গ্রুপ পর্বের প্রথম ম্যাচে। বাংলাদেশের বোলারদের তোপের মুখে ব্যাটিং সহায়ক উইকেটে মাত্র ১২৯ রানের মামুলি সংগ্রহে গুটিয়ে যায় পাকিস্তান।
টসে জিতে পাকিস্তান শুরুতে ব্যাটিং নেয়। ইনিংসের প্রথম ওভারে পেসার মারুফা আক্তার দুই উইকেট তুলে নিয়ে পাকিস্তান শিবিরে আঘাত হানেন। এরপর আর পাকিস্তান কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। স্পিনারদের কাছে রীতিমতো নাস্তানাবুদ হয়েছেন পাকিস্তানের ব্যাটাররা। ৩৮ ওভার ৩ বলে ইনিংস গুটিয়ে যায় তাদের।
বাংলাদেশের তিন স্পিনার ফাহিমা খাতুন, রাবেয়া খান ও স্বর্ণা আক্তার মিলে ছয় উইকেট নেন। স্বর্ণা পান ক্যারিয়ার সেরা ফিগার, ৫ রানে ৩ উইকেট। মারুফা প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে শুধু রামিন শামীম আর ফাতিমা সানা ২০ রানের সীমা পার করতে পারেন। সর্বোচ্চ জুটি ছিল ৪২ রানের। বাকি সবাই বাংলাদেশের স্পিন ফাঁদে একে একে ধরা পড়েন। নাশরা সান্ধু নিজের ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করে হিট উইকেটে আউট হয়ে বিরল দৃশ্যের জন্ম দেন।
বাংলাদেশের রান তাড়া শুরুটা কিছুটা ধীর হলেও অভিষিক্ত ওপেনার রুবিয়া হায়দার দারুণ আত্মবিশ্বাসে ব্যাট চালান। অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে তার ৬২ রানের জুটি বাংলাদেশকে নিয়ন্ত্রণ এনে দেয়। রুবিয়া হায়দার ৬৪ বলে অর্ধশতক পূর্ণ করেন এবং ৫৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১১৩ বল হাতে রেখেই জয় পেয়ে যায় বাংলাদেশ।
এই জয়ে বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়ল। অন্যদিকে পাকিস্তান তাদের বিশ্বকাপ ইতিহাসের দুর্বল রেকর্ডই বজায় রাখল। শেষ ২২ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে দলটি, আর সর্বমোট ৩১ ম্যাচে মাত্র তিনটি জয়।
২০২৫ আইসিসি একদিনের নারী বিশ্বকাপ শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর। উদ্বোধনী ম্যাচে ভারত জয় পায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া নারী দল সহজ জয় তুলে নেয় নিউজিল্যান্ডের বিপক্ষে।
সূত্র: ক্রিকইনফো