কারসাজি করে ছাত্রীর ছবি ফেসবুকে ছড়ানোর অভিযোগে গফরগাঁওয়ে যুবক গ্রেফতার

গফরগাঁও, ২৫ ডিসেম্বর ২০১৪, আতাউর রহমান মিন্টু: ময়মনসিংহের গফরগাঁওয়ের এক ছাত্রীর(১৩) ছবি ফটোশপের মাধ্যমে কারসাজি করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশ আজ (বৃহস্পতিবার) আল আমিন (১৮) নামে এক যুবককে আটক করেছে। ছাত্রীর পরিবার এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। তার মোবাইল ফোন, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জামও আটক করে পুলিশ।

অভিযোগে বলা হয়, আল আমিন দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্যক্ত করে আসছিল। এতে ছাত্রীটি লেখাপড়া বন্ধ করে দিতে বাধ্য হয়। ক’দিন আগে আল আমিন ছাত্রীর ছবি ফটোশপে কারসাজি করে ফেসবুকে ছড়িয়ে দেয়। বিষয়টি জানাজানি হলে ছাত্রীর পরিবার থানায় অভিযোগ করে। এ ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়দা।