বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য ও ফাতেহা পাঠ

গোপালগঞ্জ থেকে হায়দার হোসেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২৭ ডিসেম্বর) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় তিনি পরিবারের সদস্যসহ অন্যদের নিয়ে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

PM Photo1
জাতির জনকের সমাধি বেদীতে পুষ্পস্তবক অর্পণ করছেন প্রধানমন্ত্রী।

শনিবার দুপুরে প্রধানমন্ত্রী ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় পৌছান। তাঁর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা ও চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন এমপি।   প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী, আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মুহাম্মদ ফারুক খান এমপি, অ্যাডভোকেট উম্মে রাজিয়া কাজল এমপি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যসোসিয়েশেনের সভাপতি শেখ কবির হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শেখ জুয়েলসহ  জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারাও এসময় উপস্থিত ছিলেন।

সমাধিসৌধ কমপ্লেক্সের বঙ্গবন্ধু ভবনে মধ্যাহৃ বিরতি, নামাজ ও বিশ্রাম শেষে শেখ হাসিনা বিকেলে ঢাকা ফিরে যান।