কমলনগরে নানা আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: লক্ষ্মীপুরের কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগ আজ (৩ জানুয়ারি) জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে।

PIC-03-01-15
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের শোভাযাত্রা।

বিকেলে হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে একটি  শোভাযাত্রা বের করা হয়। পরে হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ্ওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ্ওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম নুরুল আমিন রাজু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটওয়ারী ও সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম ভুলু।

উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মির্জা আশ্রাফুজ্জামান রাসেলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ ওয়ামী লীগের সিনিয়র সহ-সহসভাপতি নিজাম উদ্দিন মাহমুদ, সহ-সভাপতি সফিউল্যাহ বাংলানেতা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান উল্যাহ হিরণ, ছাত্রলীগ নেতা চৌধুরী মাহামুদুন্নবী সোহেল, আশরাফুল ইসলামসহ অন্যরা। পরে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।