শেরপুর থেকে রেজাউল করিম বকুল: শেরপুরের নালিতাবাড়ীর মধুটিলা পিকনিক স্পটে যাওয়ার পথে ট্রাক-ভটভটির সংঘর্ষে ভটভটি উল্টে খাদে পড়ে ১৩ স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে।
শুক্রবার উপজেলার রাণীগাওঁ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে চার জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বাড়ি শেরপুরের নকলা উপজেলার ধনাকুশা এলাকায়।
আহত ছাত্ররা জানায়, নকলার ধনাকুশা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী একটি ভটভটিতে মধুটিলা ইকোপার্কে যাচ্ছিল। রানীগাঁও এলাকায় শেরপুর থেকে আসা একটি ট্রাক পেছন থেকে ভটভটিকে ধাক্কা দেয়। এতে ভটভটি উল্টে খাদে পড়ে যায়। ভটভটির ১৩ ছাত্র গুরুতর আহত হয়। আহতদের মধ্যে শফিক (১৪), সোহেল (১৪), মন্ডল (২০) ও মাসুদকে (১৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক শরমিস্টার চৌধুরী জানান, আহতদের মধ্যে চারজনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।