নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে পুণ্যস্নানে এসে ১০ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে অষ্টমী পুণ্যস্নান করতে এসে ১০ জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগ পুণ্যার্থীদের পছন্দের ঘাট রাজঘাটের কাছের একটি বেইলি ব্রিজ ভেঙে পড়ার গুজব ছড়িয়ে পড়লে ঘাটমুখী রাস্তায় অতিরিক্ত মানুষের হুড়োহুড়িতে ১০ জনের মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। শুক্রবার সকালের এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভোররাতে লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে পুণ্যস্নানের সূচনা হয়। দেশ-বিদেশের কয়েক লাখ পুণ্যার্থীর স্নানের জন্য লাঙ্গলবন্দের তিন কিলোমিটার এলাকায় ১৬টি ঘাট প্রস্তুত করা হয় ।
তবে সবচেয়ে প্রাচীন রাজঘাটই স্নানের জন্য পুণ্যার্থীদের পছন্দের হওয়ায় সেখানে ভীর বেশি হয়। ওই ঘাটে স্নান করলে বেশি পুণ্য পাওয়া যাবে বলে তাদের বিশ্বাস।

ঘাটের ৫০ গজের মতো দূরে রয়েছে একটি বেইলি ব্রিজ। ব্রিজ পেরিয়ে একটি মোড়, যেখানে তিন দিক থেকে আসা পুণ্যার্থীরা মিলিত হয়ে রাজঘাটের দিকে যেতে পারেন।

সকাল পৌনে ৮টার দিকে হঠাৎ ব্রিজ ভেঙে পড়ার গুজব ছড়িয়ে পড়লে রাস্তাভর্তি মানুষের মধ্যে হুড়োহুড়ি শুরু হয় এবং এই হতাহতের ঘটনা ঘটে।