ঈশ্বরদী (পাবনা) থেকে স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদী ডাল গবেষণা ইন্সিটিটিউ ও রেশম বীজাগার সংলগ্ন অরনখোলা হাট সড়কে শুক্রবার ভোররাতে আবু বক্করের (৩৫) লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। সে ছলিমপুর ইউনিয়নের চরমিরকামারী মাথালপাড়া এলাকার কৃষি গবেষণা ইন্সিটিউটের অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল মোত্তালেবের ছেলে।
নিহত আবু বক্কারের পায়ের রগ কেটে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।
ঘটনাসূত্রে ও পরিবারের স্বজনদের দেওয়া তথ্যে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ভুটভুটি চালক আবু বক্কারকে মোবাইল ফোনে চাউলের ভাড়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরবর্তীতে বৃহস্পতিবার তার পরিবারের পক্ষ থেকে আবু বক্কারকে না পাওয়ায় ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি করে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজন কয়েকজনের বাড়িতে ঈশ্বরদী থানা পুলিশ অভিযান চালায়। নিহত আবু বক্কারের চাচা স্কুল শিক্ষক মহসীন আলী জানান, দীর্ঘদিন ধরে আবু বক্কারের পরিবারের সাথে প্রতিবেশীর বিবাদ চলে আসছিল। তারাই পূর্ব পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এ বিষয়ে ঈশ্বরদী সার্কেল এএসপি শাহনূর আলম পাটোয়ারী জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন ও পরিবারের সদস্যদের সাথে কথা বলে মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা করছি। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা না হলেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিহত আবু বক্কারের চাচা মহসীন আলী জানান।