সচেতনতার অভাবে ৩০ শতাংশ গ্রামীণ মানুষ অসংক্রামক রোগে ভুগছে: সেমিনারে তথ্য

জয়নাল আবেদীন, রংপুর: শুধুমাত্র সচেতনতার অভাবে পল্লী অঞ্চলের শতকরা ৩০ ভাগ মানুষ উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, হৃগরোগ, ক্যানসার, শ্বাসকষ্ট ইত্যাদি অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে অনেক সময় মৃত্যু মুখে পতিত হন । বুধবার দুপুরে রংপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ প্রতিকার ও সচেতনতামূলক সেমিনারে বিশেষঞ্জ বক্তারা এ তথ্য জানান ।

Rangpur Seminar on non-communicable disease
সেমিনারে আলোচনা করছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক।

রংপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় দিনব্যাপী সেমিনারে বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন পরিচালক (এনসিডি) ডা. এ এইচ এস এনায়েত হোসেন, রংপুর সিভিল সার্জন ডা. মোজাম্মেল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সালাহ উদ্দিন মাহমুদ। সেমিনারে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য পরিদর্শক,প্যারামেডিক্স সহ মোট ৫০জন অংশ নেন ।