মিঠাপুকুরে জিংকসমৃদ্ধ ব্রি ধান৬৪ নিয়ে মাঠ দিবস

জয়নাল আবেদীন, রংপুর: মিঠাপুকুরের দুর্গাপুর ইউনিয়নের কানুদাসপাড়া গ্রামে প্রদর্শনী মাঠে জিংকসমৃদ্ধ ব্রি ধান৬৪ কাটা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত মাঠ দিবসে ধানটির চাষপদ্ধতি, ফলন ও খাদ্যমান সম্পর্কে অন্যান্য কৃষকদের ধারণা দেওয়া হয়।

দুপুরে জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ জমিতে ধান কেটে মাঠ দিবসের সূচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জুলফিকার হায়দর, মিঠাপুকুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ, কৃষি কর্মকর্তা খোরশেদ আলম,স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম প্রামানিক।

brri dhan64 field day at ranpur
জেলা প্রশাসক ধান কেটে মাঠ দিবসের সূচনা করেন।

উচ্চফলনশীল অন্যান্য জাতের ধানের মতোই ব্রি ধান৬৪ এর চাষ ও পরিচর্যা করতে হয়। এর প্রতি কেজি চালে ২৪ মিলিগ্রাম জিংক থাকে যা প্রচলিত অন্যান্য জাতের চেয়ে আট মিলিগ্রাম বেশি। এর চাল মানুষদের বিশেষ করে নারী ও শিশুদের জিংক ঘাটতির ফলে সৃষ্ট রোগবালাই থেকে মুক্ত রাখতে সহায়ক।